বেনাপোলে স্বর্ণের বারসহ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ‘ভারতে পাচারের সময়’স্বর্ণের বারসহ এক যুবকেকে আটক করেছে শুল্ক কর্তৃপক্ষ। 

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2018, 07:23 AM
Updated : 8 Oct 2018, 07:24 AM

সোমবার সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখা থেকে তাকে আটক করা হয় বলে বেনাপোল শুল্ক গোয়েন্দা শাখার ডেপুটি কমিশনার নিপুণ চাকমা জানান।

আটক সাইফুল ইসলাম রাজীব (৩৪) নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে ।

ডেপুটি কমিশনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোনার চালান নিয়ে এক ব্যক্তি চেকপোস্টে অবস্থান করছে খবর পেয়ে শুল্ক গোয়েন্দারা সেখানে অভিযান চালায়।এ সময় সাইফুলের চলাফেরা সন্দেহজনক হওয়ায় তাকে তারা আটক করেন।

“পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি করে দুইটি সোনার বার উদ্ধার করা হয়; যার ওজন ২৩৩ গ্রাম এবং বাজারমূল্য আনুমানিক ১১ লাখ টাকা।"

রাজীবকে বেনাপোল বন্দর থানায় এবং উদ্ধার করা সোনা বেনাপোল শুল্কভবনে জমা দেওয়া হয়েছে বলে নিপুণ চাকমা জানান।