কালিয়াকৈরে স্ত্রী হত্যার অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্ত্রীকে হত্যার পর স্বামী পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Oct 2018, 01:25 PM
Updated : 6 Oct 2018, 01:25 PM

কালিয়াকৈর থানার এসআই মিজানুর রহমান জানান, শনিবার উপজেলার হিজলহাটি এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত শামীমা আক্তার ওরফে সাথী (২২) রাজবাড়ীর পাংসা থানার খামারডাঙ্গা এলাকার সালমান হোসেনের স্ত্রী। যশোর সদর থানার অভয়নগর এলাকার নূর ইসলামের মেয়ে তিনি।

শামীমা হিজলহাটি এলাকায় ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ বলছে, বছর খানেক আগে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। সালমান গ্রামের বাড়ি থাকতেন। মাঝে মাঝে কালিয়াকৈরে শামীমার কাছে আসতেন। শুক্রবার রাতে সালমান শামীমার কাছে আসেন এবং রাতে তার কাছে ছিলেন। শনিবার সকালে পাশের রুমের এক তরুণী শামীমাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরে ঢুকে তাকে বিবস্ত্র ও মৃত পড়ে থাকতে দেখে ডাকচিৎকার শুরু করেন।

এসআই মিজানুর বলেন, “তার গলায় দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।”

শামীমার বাবা নূর ইসলাম সালমানের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান এসআই মিজানুর।

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।