নীলফামারীতে শাটারগানসহ স্বামী-স্ত্রী আটক

নীলফামারীর ডোমার উপজেলা থেকে শাটারগানসহ এক দম্পতিকে আটক করা হয়েছে; যাদের বিরুদ্ধে এক ডজনের বেশি মাদক ও অস্ত্র মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2018, 08:51 AM
Updated : 27 Sept 2018, 08:51 AM

র‌্যাব ১৩-এর নীলফামারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম নাজমুল হুদা বলেন, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তাদের থানায় দেওয়া হয়।

আটককৃতরা হলেন ছোট রাউতা গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪৫) ও মিজানের স্ত্রী রুপা বেগম (৩৫)।

র‌্যাব কর্মকর্তা নাজমুল বলেন, “বুধবার রাত সোয়া ১টার দিকে গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে দেশি একটি ওয়ান শাটারগান, একটি কার্তুজ, এক বোতল বিদেশি মদ ও পাঁচ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

“তারা র্দীঘদিন ধরে এলাকায় অস্ত্র ও মাদক ব্যবসা করে আসছিলেন। মিজানের বিরুদ্ধে ডোমার থানায় অস্ত্র ও মাদকসহ ১৩টি আর রূপার বিরুদ্ধে ১৫টি মাদকের মামলা রয়েছে। সম্প্রতি তারা কয়েকটি মামলায় আদালত থেকে জামিনে বের হয়ে আবারও  অস্ত্র ও মাদক ব্যবসা চালু করেন।”

মিজানের বিরুদ্ধে আরও একটি অস্ত্র ও মাদক মামলা আর রূপার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করার পর তাদের ডোমার থানায় দেওয়া হয়েছে বলে তিনি জানান।