বগি লাইনচ্যুত হয়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন বন্ধ

একটি কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2018, 03:05 PM
Updated : 20 Sept 2018, 04:32 PM

ময়মনিসংহ জংশন স্টেশনের সুপারিনটেনডেন্ট জহিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ময়মনসিংহের ফাতেমানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, ঢাকা থেকে ময়মনসিংহ হয়ে কমিউটার ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ যাচ্ছিল। পথে ফাতেমানগর এলাকায় বিকট শব্দে ট্রেনটির দুই বগি লাইনচ্যুত হয়। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন।

“এরপর থেকে ঢাকার সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।”  

জহিরুল ইসলাম বলেন, ট্রেনের পাওয়ার কার ও গার্ড ব্রেক বগির বেশ কয়েকটি চাকা লাইন থেকে পড়ে যাওয়ায় উদ্ধার কাজে বেশ কয়েক ঘণ্টা সময় লাগবে। কেওয়াটখালী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে কাজ শুরু করেছে। কয়টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না।

এ দুর্ঘটনার কারণে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ও দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস, ঢাকাগামী আন্তঃনগর মহুয়া এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বলেও জহিরুল জানান।