‘উল্টো পথে আসা’ ট্রাকের সঙ্গে মাইক্রোর সংঘর্ষে মুক্তিযোদ্ধা নিহত

পঞ্চগড়ে ‘উল্টো পথে আসা’ ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক এক কমান্ডার নিহত হয়েছেন।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2018, 08:13 AM
Updated : 13 Sept 2018, 01:03 PM

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই মুক্তিযোদ্ধা ও মাইক্রোবাসের চালক।

বোদা থানার ওসি একেএম নূরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বোদা উপজেলা শহরের বাইপাস এলাকায় পঞ্চগড়-দেবীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মির্জা আবুল কালাম দুলাল

নিহত মির্জা আবুল কালাম দুলাল (৬৫) জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার।

আহতরা হলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দিন প্রধান (৬৪) ও মুক্তিযোদ্ধা ওয়ায়েসুল কোরাইশী (৬৭) ও মাইক্রোবাসের চালক।

পুলিশ চালকের নাম-পরিচয় জানাতে পারেনি।

আহত আলাউদ্দিন ও ওয়ায়েসুল বলেন, তারা তিনজন মাইক্রোবাসে করে রংপুরে ভারতীয় ভিসা সেন্টারে যাচ্ছিলেন।

“বোদা বাইপাস এলাকায় পঞ্চগড়গামী একটি ট্রাক উল্টো পথে এসে আমাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।”

ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  চিকিৎসক দুলালকে মৃত ঘোষণা করেন।

ওসি নূরুল ইসলাম বলেন, আলাউদ্দিন ও ওয়ায়েসুকে পঞ্চগড় সদর হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর মাইক্রোবাসের চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে গেলেও চালককে আটকের চেষ্টা চলছে বলে তিনি জানান।