জয়পুরহাটে চাঁদাবাজির অভিযোগে একজন গ্রেপ্তার

জয়পুরহাটে চাঁদাবাজির অভিযোগে একজন গ্রেপ্তার হয়েছেন; যিনি নিজেকে মানবাধিকারকর্মী ও সাংবাদিক পরিচয় দেন বলে পুলিশ জানিয়েছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2018, 08:10 AM
Updated : 30 August 2018, 07:30 AM

সদর থানার পরিদর্শক (তদন্ত) মুমিনুল হক বলেন, একটি চাঁদাবাজির মামলায় মঙ্গলবার রাতে জয়পুরহাট শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার এম এ কুদ্দুস ডলার (৩৩) সদর উপজেলার বামনপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে।

পরিদর্শক মুমিনুল বলেন, কুদ্দুস নিজেকে দৈনিক স্বাধীন সংবাদ নামে একটি পত্রিকার জেলা প্রতিনিধি দাবি করেছেন। এছাড়া তিনি ‘বাংলাদেশ মানবাধিকার সংবাদ সংস্থা’ জয়পুরহাটের সভাপতি বলেও দাবি করেছেন। ওই নামে শহরের কাশিয়াবাড়ি এলাকায় একটা কার্যালয় থাকলেও সেটা কী ধরনের প্রতিষ্ঠান, তার কোনো অনুমতি আছে কিনা তা যাচাই করছে পুলিশ।

“শহরের দেবিপুর এলাকার শামসুদ্দিনের ছেলে আব্দুর রশীদের পারিবারিক সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলে কুদ্দুস নগদ পাঁচ হাজার টাকা নেন। পরে আরো এক লাখ ৪৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। রশীদ চাঁদা না দেওয়ায় তাকে ভয়ভীতি দেখালে তিনি থানায় একটি চাঁদাবাজি মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”

ঘটনা বিস্তারিত তদন্ত করা হচ্ছে বলে জানান পরিদর্শক মুমিনুল।