হবিগঞ্জে ঠিকাদারীর বিরোধে ছুরিকাঘাতে হত্যা

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ঠিকাদারী কাজের বিরোধে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ। হামলায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 August 2018, 04:38 PM
Updated : 18 August 2018, 04:38 PM

শনিবার রাত রাত ৯টার দিকে পুটিজুরী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াহিদ মিয়া (৪০) মীরেরপাড়া গ্রামের মৃত আব্দুল্লাহ মিয়ার ছেলে।

আহতদের মধ্যে কাউছার মিয়া ও আব্দুল আলীকে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়দের বরাত দিয়ে বাহুবল থানার ওসি মাসুক আলী জানান, ওয়াহিদ মিয়ার সঙ্গে একই উপজেলার শেওরাতুল গ্রামের শাহনাজ মিয়ার দীর্ঘদিন যাবত ঠিকাদারী ব্যবসা নিয়ে বিরোধ চলে আসছে।

“এর জের ধরে শনিবার রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাহনাজ মিয়া উত্তেজিত হয়ে ওয়াহিদ মিয়াকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেন।”

এ সময় তাকে বাঁচাতে আব্দুল আলী ও কাউছার মিয়াসহ কয়েকজন এগিয়ে এলে তাদের ছুরিকাঘাত করেনে শাহনাজ, বলেন ওসি।

ঘটনার পর থেকে শাহনাজ পলাতক রয়েছেন। পুলিশ তাকে আটকের জন্য অভিযান চালাচ্ছে।