কুমিল্লায় হকার খুন, ২ বন্ধু আটক

কুমিল্লায় এক হকারকে তার দুই বন্ধু বাড়ি থেকে ডেকে নেওয়ার তিন দিন পর অর্ধগলিত লাশ পাওয়া গেছে।

কুমিল্লা প্রতনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 08:59 AM
Updated : 13 August 2018, 09:14 AM

এ ঘটনায় তাকে ডেকে নেওয়া দুই বন্ধুকে আটক করেছে পুলিশ।

চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, সোমবার সকালে হারং এলাকার ফসলের মাঠ থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

নিহত জামাল হোসেন (৩০) হারং গ্রামের তাজুল ইসলামের ছেলে। ফেরি করে ঝালমুড়ি বেচতেন তিনি।

জামালের স্ত্রী পারভীন অভিযোগ করেন, শুক্রবার সন্ধ্যায় আবুল (২৬) ও কামাল (২৭) নামে দুই বন্ধু জামালকে বাড়ি থেকে ডেকে নেন।

“সকালে আবুল ও কামালের বাড়িতে খোঁজ নিতে গেলে তারা কিছু জানেন না বলে দাবি করেন। শনিবার রাতে থানায় জানাই। সোমবার সকালে গ্রামের এক কৃষক মাঠে ঘাস কাটতে গিয়ে অর্ধগলিত লাশ দেখে খবর দেন।”

জামালের বোন জাহানারার অভিযোগ, জামালের কাছে টাকা চেয়ে না পেয়ে আবুল ও কামাল তাকে হত্যা করেছেন।

“বৃহস্পতিবার আমার বাবা ২১ হাজার টাকায় গরু বিক্রি করেন। শুক্রবার সকালে জামাল ভাই বাবার কাছ থেকে সেই টাকা নেন কাজের জন্য। জামাল ভাইয়ের কাছে টাকা চেয়ে না পেয়ে আবুল ও কামাল তাকে মেরে ফেলে।”

পরে পুলিশ গিয়ে কামাল ও আবুলকে আটক করে বলে জানান পরিদর্শক আসাদুজ্জামান।

তিনি বলেন, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদসহ পুলিশ ঘটনা তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।