আড়াই ঘণ্টা পর সিলেটের পথে ট্রেন চালু

মৌলভীবাজারের লাউয়াছড়া বনে রেললাইনের ওপরে গাছ ভেঙে পড়ে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হওয়ার আড়াই ঘন্টা পর ফের চালু হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 August 2018, 04:10 AM
Updated : 12 August 2018, 05:37 AM

শ্রীমঙ্গল রেলওয়ের স্টেশনের সহকারী মাস্টার সাখাওয়াত হোসেন জানান, ভাঙা গাছ সরিয়ে রেলপথ পরিষ্কার করার পর শনিবার রাত আড়াইটার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে রাত ১২টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস৭২৪ ডাউন ট্রেনটি ভানুগাছ স্টেশন থেকে লাউয়াছড়া বনের ভেতর দিয়ে যাওয়া রেলপথ অতিক্রমের সময় একটি গাছ ট্রেনের সামনে ভেঙে পড়ে বলে চালক জাহাঙ্গীর হোসেন জানান।  

তিনি বলেন, “এতে ট্রেনের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়; যাত্রী নিয়ে ট্রেনটি সেখানে আটকা পড়ায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রেন চলাচল শুরুর পর বিভিন্ন স্থানে আটকা পড়া ট্রেনগুলোও গন্তব্যে ছেড়ে গেছে।