শার্শায় ৬২৪টি সোনার বারসহ গ্রেপ্তার ১

ভারতে পাচারের সময় যশোরের শার্শার শিকারপুর সীমান্তে ৭২ কেজি ওজনের ৬২৪টি সোনার বারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2018, 07:31 PM
Updated : 10 August 2018, 08:15 AM

গ্রেপ্তার মহিউদ্দিন (৩৫) শার্শা উপজেলার শিকারপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে শিকারপুর সীমান্তের ২৯ নম্বর মেইন পিলারের উত্তর পাশে নারিকেলবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতে সোনা পাচারের সংবাদ পেয়ে শিকারপুর বিজিবির ক্যাম্প কমান্ডার হাবিলদার মুকুল হোসেন প্রামাণিক টহল দল নিয়ে সীমান্তে অবস্থান নেয়। এসময় ধাওয়া করে মহিউদ্দিনকে আটক করা হয়।”

মহিউদ্দিনের কাছে মোট ৭২ কেজি ৭৫৯ গ্রাম স্বর্ণ পাওয়া গেছে জানিয়ে বিজিবি কর্মকর্তা বলেন, এর বাজার দর ৩৫ কোটি ৭৭ লাখ টাকা।

উদ্ধার সোনা বেনাপোল ট্রেজারিতে জমা করা হবে বলে বিজিবি জানিয়েছে।