মাদকবিরোধী অভিযান: কুমিল্লায় নিহত ১

চলমান মাদকবিরোধী অভিযানে কুমিল্লায় র‌্যাবের গুলিতে একজন নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2018, 03:45 AM
Updated : 8 August 2018, 03:45 AM

মঙ্গলবার গভীর রাতে চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার সংলগ্ন কামাল্লা এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর আতাউর রহমানের ভাষ্য।

নিহত ফারুক (৩৫) চৌদ্দগ্রাম উপজেলার রামরা গ্রামের মমতাজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনের পাঁচটি মামলা রয়েছে বলে চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সুবল রঞ্জন চাকমা জানিয়েছেন। 

মেজর আতাউর বলেন, র‌্যাবের একটি দল গোপন খবরের ভিত্তিতে মাদক উদ্ধার করতে রাতে কামাল্লা এলাকায় অভিযানে যায়।

“এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ফারুক ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার জন্য র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ফারুক গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।”

মেজর আতাউর বলেন, নিহত ফারুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ‘শীর্ষ মাদক কারবারি’ ছিলেন। ঘটনাস্থল থেকে ইয়াবা এবং গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।