কুমিল্লায় জুয়েলারি ব্যবসায়ীকে ছুরি মেরে হত্যা

কুমিল্লা শহরের কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় ছুরি মেরে এক জুয়েলারি ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2018, 04:01 AM
Updated : 2 August 2018, 04:01 AM

বুধবার রাত ৩টার দিকে ঈদগাহের পিছনে অটোরিকশা স্ট্যান্ডে এ হত্যাকাণ্ডের পর পুলিশ ওই এলাকা থেকে একজনকে আটক করেছে বলে কোতোয়ালি থানার এএসআই শাওন দাস জানান।

নিহত বিল্লাল হোসেন (৩০) কুমিল্লা শহরের জামতলা এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে।

একটি গয়নার দোকান চালানোর পাশাপাশি তিনি ‘পুলিশের সোর্স’ হিসেবে কাজ করতেন বলে স্থানীয়রা তথ্য দিলেও কোতোয়ালি থানা পুলিশ বিষয়টি স্পষ্ট করেনি।  

এএসআই শাওন দাস বলেন, আহত বিল্লালের চিৎকারে টহল পুলিশ গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পায়। ওই সময়ই ধাওয়া করে হামলাকারীকে ধরে ফেলে পুলিশ।

বিল্লালকে পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানার এএসআই অ্যাপোলো বলেন, হত্যাকাণ্ডের পর আটক হৃদয় আহমেদ একজন ‘ছিনতাইকারী’।

তবে তার বিরুদ্ধে থানায় আগের কোনো মামলা আছে কি না- সে তথ্য পাওয়া যায়নি।