নোয়াখালীতে ‘গণহিস্টিরিয়ায়’ আক্রান্ত ২০ ছাত্রী

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় একটি বিদ্যালয়ের ২০ ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিআবু নাছের মঞ্জু, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 July 2018, 04:37 PM
Updated : 30 July 2018, 06:25 PM

সোমবার ছনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠদানকালে এবং ছুটির পর বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।

প্রথমে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসকরা বলছেন, তারা ম্যাস্ সাইকোজনিক ইলনেস বা গণহিস্টিরিয়ায় আক্রান্ত। তবে এখন শঙ্কামুক্ত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিনাজ বেগম বলেন, পাঠদান চলাকালে ৮ম শ্রেণির দুই ছাত্রী হঠাৎ শ্রেণিকক্ষে অচেতন হয়ে পড়ে। বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

“এরপর বিদ্যালয় ছুটির পর বাড়ি ফেরার পথে আরও ৫ ছাত্রী অচেতন হড়ে। বাড়ি যাওয়ার পর আরও কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।”

রাতে ২০ ছাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয় বলে তিনি জানান।

নোয়াখালী হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার স্বপন দাস বলেন, অসুস্থ ছাত্রীরা ম্যাস্ সাইকোজনিক ইলনেস বা গণহিস্টিরিয়ায় আক্রান্ত হয়েছে। সাধারণত দুর্বলতা বা অন্য কোনো কারণে একজনের অসুস্থতা দেখে অন্যরা এভাবে অসুস্থ হয়ে পড়ে।

“অসুস্থ ছাত্রীদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাদের আরও অন্তত দুইদিন সময় লাগতে পারে।”