সিলেটে প্রচার জমে উঠেছে

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচার জমে উঠেছে।

মঞ্জুর আহমদ সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2018, 02:04 PM
Updated : 22 July 2018, 02:04 PM

আওয়ামী লীগ মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান যেমন নিজের জয় ‘সুনিশ্চিত’ বলছেন, তেমনি বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরীও নিজ জয়ের ব্যাপারে ‘আশাবাদী’।

রোববার নগরের বিভিন্ন এলাকায় প্রচার চালান কামরান ও আরিফুল।

অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্য দিয়ে প্রধান এই দুই প্রার্থীর নির্বাচনী প্রচার জমে উঠেছে।

সকালে নগরীর বুরহান উদ্দিন মাজার এবং কুশিঘাট এলাকায় গণসংযোগ করেন বদর উদ্দিন আহমদ কামরান।

এ সময় তিনি অভিযোগ করেন, রোববার ভোর রাতে নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের টুলটিকরে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

তিনি বলেন, “ভোরে বুরহান উদ্দিন-গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে স্থাপিত আমার নির্বাচনী কার্যালয়টিতে আগুন দেখতে পান স্থানীয়রা। আগুনের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।”

স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হলেও নির্বাচনী ব্যানার, পোস্টার, লিফলেট, পর্দাসহ জরুরি কাগজপত্র পুড়ে গেছে বলে জানান কামরান।

বিএনপি ও জামায়াত কর্মীরা এ কাজ করেছে বলে অভিযোগ কামরানের।

কামরান বলেন, তিনি যেখানেই প্রচারে যাচ্ছেন, সেখানেই তার পক্ষে গণজোয়ার দেখতে পাচ্ছেন। মানুষ নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে নগরীর আম্বরখানা, মনিপুরী পাড়া ও ধোপাদীঘীর পাড় এলাকায় গণসংযোগ চালিয়েছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী।

এ সময় কামরানের নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের কথা জানতে চাইলে আরিফুল বলেন, বিএনপি কর্মীরা কখনওই এমন কাজ করতে পারে না। বিষয়টি ষড়যন্ত্রের অংশ। বিএনপির বিরুদ্ধে এটা একটা অপপ্রচার বলে মন্তব্য করেন আরিফুল।

উল্টো তার নেতকর্মীদের পুলিশি হয়রানি করা হচ্ছে জানিয়ে আরিফুল বলেন, “কিছু অতি উৎসাহী পুলিশ বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে। আমরা বিষয়টি নির্বাচন কমিশনে জানিয়েছি।”

টানা দ্বিতীয়বারের মতো জয়ের ব্যাপারে ‘আশাবাদী’ আরিফ বলে, “সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। তবে নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।”

আরিফ বলেন, নির্বাচন নিয়ে সবার মধ্যে শঙ্কা রয়েছে। মানুষ সংশয়ে আছেন, “ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ থাকবে কিনা, ভোট দিলে ভোটের সঠিক মূল্যায়ন হবে কিনা। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষের বিজয় অবশ্যম্ভাবী।”