এইচএসসি: সার্বিক পাসের হার কমলেও বরিশালে বেড়েছে

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে ৭০ দশমিক ৫৫ শতাংশ পাসের হার নিয়ে সব বোর্ডের মধ্যে এগিয়ে আছে বরিশাল।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2018, 03:00 PM
Updated : 19 July 2018, 03:00 PM

সারা দেশে সার্বিকভাবে পাসের হার কমলেও বরিশালে বেড়েছে। দক্ষিণ জনপদের এ বোর্ডে গতবছর পাসের হার ছিল ৭০ দশমিক ২৪ শতাংশ।

বরিশালে পাসের হার বাড়লেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার মোট ৬৭০ জন জিপিএ-৫ পেয়েছে, যেখানে গতবছর পেয়েছিল ৮১৫ জন।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম বৃহস্পতিবার দুপুরে এবারের ফলাফলের সার্বিক চিত্র তুলে ধরেন।

তিনি জানান, এবছর ৬২ হাজার ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৩ হাজার ৮৬১ জন। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে এগিয়ে আছে মেয়েরা।

যারা এবার পাস করেছে, তাদের মধ্যে ২৩ হাজার ৭০ জন ছাত্রী, আর ছাত্র ২০ হাজার ৭৯১ জন।

আর ৩৭০ জন ছাত্রীর বিপরীতে এবার জিপিএ-৫ পেয়েছে ৩০০ জন ছাত্র।