দাঁড়িয়ে ৩ ঘণ্টা প্রতিবাদের পর ছাড়ল জয়ন্তিকা

চালককে মারধরের অভিযোগে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়ায় তিন ঘণ্টা থামিয়ে রাখার পর আবার ছেড়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 July 2018, 01:17 PM
Updated : 19 July 2018, 01:17 PM

বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দাঁড়িয়ে থাকার পর ছেড়ে যায় ট্রেনটি।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের সহকারী মাস্টার মঈনুল হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে থামার পর একদল যাত্রী  ইঞ্জিন বগিতে ওঠার চেষ্টা করে বেলা আড়াইটার দিকে।

“বাধা দেওয়ায় ট্রেনের সহকারী চালক আলিম হোসেনকে মারধর করে তারা। এলোপাতিড়ি কিলঘুষি মেরে চলে যায়। এর প্রতিবাদে প্রধান চালক ট্রেনটি স্টেশনে দাঁড় করিয়ে রাখেন। তবে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক থাকে।”

আলিমকে আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর পাতালে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে প্রচণ্ড গরমে এক জায়গায় দাঁড়িয়ে দুর্ভোগ পোহায় যাত্রীরা।

স্টেশন কর্মকর্তা মঈনুল বলেন, পরে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে বিকেল সাড়ে ৫টায় ট্রেনটি ছেড়ে যায়।