খুন ও গুমের অভিযোগে মামলা, ৩ মাস পর উদ্ধার

কক্সবাজারে অপহরণের পর খুন ও গুমের অভিযোগে মামলার তিনমাস পর এক নারীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2018, 01:04 PM
Updated : 18 July 2018, 01:04 PM

বুধবার দুপুরে পিবিআই কক্সবাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পরিদর্শক মো. মেজবাহ উদ্দিন এ তথ্য জানান।

উদ্ধার মরজিনা আক্তার (২৪) উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজী পাড়ার মোহাম্মদ আলমের স্ত্রী।

গত ১৬ জুলাই চট্টগ্রাম থেকে পিবিআইয়ের একটি দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে বলে জানান তিনি।

পুলিশ কর্মকর্তা মেজবাহ বলেন, ২০০৯ সালের নভেম্বরে মরজিনা আক্তারের সঙ্গে বিয়ে হয় তার চাচাত ভাই মোহাম্মদ আলমের। তাদের দুই মেয়ে রয়েছে।

“বিয়ের পর মরজিনাকে বাবার বাড়ি থেকে যৌতুক এনে দেওয়ার জন্য চাপ দিত আলম। কিন্তু তা দিতে অস্বীকৃতি জানানোয় তার উপর চালানো হয় নির্যাতন।”

তিনি বলেন, “এরই এক পর্যায়ে গত ২০ এপ্রিল মরজিনার কাছে দুই লাখ যৌতুক দাবি করেন আলম। দিতে অস্বীকৃতি জানালে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মরজিনার উপর নির্যাতন চালায়। নির্যাতন সইতে না পেরে আত্মগোপন করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন মরজিনা।”

এ ঘটনায় মরজিনার মা রাশেদা বেগম মেয়ে অপহরণ করে খুন ও গুম করা হয়েছে অভিযোগে কক্সবাজার আদালতে একটি মামলা করেন। পরে আদালত মামলাটি তদন্তের জন্য পিআইবিকে নির্দেশ দেয়।

পিআইবি মামলাটি তদন্ত করে চট্টগ্রামের একটি ভাড়া বাসা থেকে মরজিনা আক্তারকে উদ্ধার করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

মরজিনাকে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।