মাদারীপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে ‘অনশন’

মাদারীপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে এক নারী চার দিন ধরে অনশন করছেন।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 July 2018, 12:35 PM
Updated : 18 July 2018, 12:44 PM

জেলার রাজৈর উপজেলার কদমবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল মজুমদারে বাড়িতে অবস্থান নিয়ে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, বাবুলের ছেলে মিহির মজুমদারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। গত বছর ১৫ নভেম্বর রাজৈর কালীমন্দিরের পুরোহিতের মাধ্যমে  এবং ওই বছর ৪ ডিসেম্বর মাদারীপুর আদালতে বিয়ে হয়।

“মিহির এখন সে বিয়ে মেনে নিতে চাচ্ছেন না। ধামাচাপা দেওয়ার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন।”

স্ত্রীর অধিকার না পেলে এই বাড়িতে অবস্থান করে আমরণ অনশন চালিয়ে যাবেন বলে তিনি জানান।

তিনি বলেন, “এ বিষয়ে সোম ও মঙ্গলবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিধান বিশ্বাস ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা দুই দফা সালিশ-বৈঠক করেন। কিন্তু মিহির বা তার পরিবারের লোকজন হাজির না হওয়ায় আমাকে ওই বাড়িতে অবস্থান করতে বলেন তারা।”

চেয়ারম্যান বিধান বলেন, “আমরা সালিশ বৈঠকে বসেছিলাম। কিন্তু ছেলেপক্ষ হাজির না হওয়ায় সমাধান করতে পারিনি। তবে মেয়েটি স্ত্রীর অধিকার পাক এটা আমরা কামনা করি।”

এদিকে ঘটনার পর থেকে বাবুল ও তার ছেলে মিহির আত্মগোপন করেছেন। বাড়িতে গিয়ে তাদের পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি জানিয়ে রাজৈর থানার ওসি জিয়াউল মোর্শেদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।