চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে ছয় বছর আগে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষককে হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2018, 09:33 AM
Updated : 16 July 2018, 09:33 AM

সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকবহরমের গোলাম মোহাম্মদের ছেলে বোগদাদ আলী (৪৬), মো.মনিমের ছেলে মো.সাদ্দাম (২৮)। রায় ঘোষণার সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন ছাড়াও প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আর অপরাধ প্রমাণ না হওয়ায় পাঁচজনকে এ মামলা থেকে খালাস দেওযা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, চুনাখালি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক লুৎফর রহমান সম্পর্কে বোগদাদ ও সাদ্দামের আত্মীয় ছিলেন। তারা পাশাপাশি বাড়িতে থাকতেন।

বাড়ির পাশে গোবর রাখাকে কেন্দ্র করে ২০১২ সালের ২৫ অগাস্ট কথা কাটাকাটির এক পর্যায়ে লুৎফরকে কুপিয়ে হত্যা করা হয়।

ওই ঘটনায় লুৎফরের স্ত্রী মরিয়ম বেগম সাতজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ২০১৩ সালের ৩০ জুন পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিলে এ মামলার বিচারকাজ শুরু করে আদালত।