ফরিদপুরে শুরু হল জগন্নাথ দেবের রথযাত্রা

ফরিদপুরে শুরু হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা; উল্টো রথযাত্রার মধ্য দিয়ে আগামী ২২ জুলাই শেষ হবে এ উৎসব।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 July 2018, 04:37 AM
Updated : 14 July 2018, 04:37 AM

শনিবার সকালে শহরের শ্রীঅঙ্গন আঙ্গিনা থেকে এই রথযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণকান্দা মন্দিরে গিয়ে শেষ হয়।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয়ে থাকে।

সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শুরু হয় রথযাত্রার মূল অনুষ্ঠানমালা। এর মধ্যে মধ্য রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ ও মহাপ্রসাদ বিতরণ।

রথযাত্রা উপলক্ষে শনিবার বিকালে শোভারামপুর ইসকন মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে।

আঙ্গিনার সাধারণ সম্পাদক বিমান কান্তি ব্রহ্মচারী বলেন, “জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।”