নদীভাঙনে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

কুড়িগ্রামে নদীভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন তিস্তা পাড়ের অনেক মানুষ।

কুড়িগ্রাম প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2018, 11:12 AM
Updated : 11 July 2018, 02:30 PM

প্রায় নয় কিলোমিটার জুড়ে অন্তত সাতটি পয়েন্টে এই ভাঙন চলছে বলে জেলা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।

বোর্ডের উলিপুর-চিলমারীর উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, থেতরাই ইউনিয়নের হোকোডাঙ্গা, ফকিরপাড়া, ডাক্তারপাড়াসহ অন্তত সাতটি পয়েন্টে চলছে এই ভাঙন।

মাস খানেকের মধ্যে শুধু হোকোডাঙ্গা এলাকায় ৪৮টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে জানিয়েছেন ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য তারামণি রানী।

তিনি বলেন, আরও প্রায় ২০০ বাড়ি বিলীন হওয়ার পথে।

“মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকূল আবেদন জানাচ্ছি ভাঙনকবলিতদের যেন সুব্যবস্থা করেন এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসেন।”