১৭ ঘণ্টা পর জামালপুরের পথে ট্রেন চালু

ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত হওয়ায় ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর জামালপুরের পথে রেল চলাচল শুরু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2018, 08:08 AM
Updated : 9 July 2018, 08:09 AM

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আব্দুল মান্নান ফরাজি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা ১টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেনটি সরিয়ে লাইন মেরামতের পর ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

রোববার রাত ৮টার দিকে দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ‘দেওয়ানগঞ্জ লোকাল’ নামের একটি ট্রেন ময়মনসিংহ শহরের মিন্টু কলেজ রেলক্রসিং পার হওয়ার সময় একটি মোটরসাইকেলের কারণে দুর্ঘটনায় পড়ে।

রেল লাইন পার হওয়ার সময় মোটরসাইকেল অচল হয়ে গেলে চালক ট্রেন আসতে দেখে সরে যান। আর তার মোটরসাইকেল ট্রেনের নিচে আটকে যায়।

ওই অবস্থায় ট্রেন প্রায় ৩০ গজ এগিয়ে গেলে মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। ফলে ময়মনসিংহ-জামালপুর পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে এ ঘটনায় ট্রেনের অন্য কোনো বগি লাইনচ্যুত হয়নি; কেউ হতাহতও হননি।