গোপালগঞ্জে ‘যৌতুক না পেয়ে’ স্ত্রীকে হত্যার অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যৌতুক না পেয়ে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

গোপালগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 July 2018, 07:09 AM
Updated : 9 July 2018, 07:09 AM

কোটালীপাড়া থনার ওসি মো.কামরুল ফারুক জানান, উপজেলার বর্ষাপাড়া গ্রাম থেকে রোববার বিকালে মাহফুজা বেগমের (২০) লাশ তারা উদ্ধার করেন। 

মাহফুজা ওই গ্রামের শাহীন ফকিরের (২৮) স্ত্রী।

স্থানীয়রা জানান, তিন বছর আগে কোটালীপাড়ার লোহারংক গ্রামের জুলফিকার শেখের মেয়ে মাহফুজার সঙ্গে বেলাল ফকিরের ছেলে শাহীনের বিয়ে হয়। তাদের সংসারে এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

মাহফুজার বাবা বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তার মেয়ের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল শাহিন।

শাহিন কোন কাজ করেনা। এলাকায় জুয়া খেলেই সময় কাটায় বলে অভিযোগ করেন মাহফুজার।    

তিনি বলেন, “শাহিনকে এর আগে বেশ ককেবার যৌতুক দেওয়া হলেও এক মাস আগে সে আবার আমার মেয়ের কাছে দুই লাখ দাবি করে। আমি জমি বিক্রি করে তাকে এক লাখ টাকা দেই।

“রোববার আবার আমার মেয়েকে যৌতুকের টাকা এনে দিতে বলে। এতে না রাজি না হওয়ায় শাহিন আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে।”

এদিকে মাহফুজার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে প্রায় দেড়শ মানুষ সংগঠিত হয়ে শাহিনের বাড়িতে ভাংচুর করে বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে জানতে চাইলে জুলফিকার বলেন, “আমার মেয়েকে হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে শাহিন তার লোকজন দিয়ে নিজের বাড়িঘরে ভাংচুর চালিয়েছে। এভাবে উল্টো সে আমাদের হয়রানি করার চেষ্টা করছে।”

ওসি কামরুল ফারুক বলেন, লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে হাসপাতালের হয়েছে। ভাংচুরের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহিন ও তার পরিবারের সদস্যরা পলাতক থাকায় এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।