নেত্রকোণায় স্ত্রী হত্যায় যাবজ্জীবন

নেত্রকোণায় স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2018, 02:28 PM
Updated : 8 July 2018, 02:28 PM

রোববার দুপুরে নেত্রকোণা জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ফরিদপুর গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে।

যাবজ্জীবনের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, টাকা দিতে ব্যর্থ হলে আরও এক মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বরাত দিয়ে পিপি সাইফুল আলম প্রদীপ জানান, দাম্পত্য কলহের জেরে ২০১৭ সালের ২৮ অগাস্ট স্ত্রী রুমা আক্তারকে বাড়ির পাশের পুকুর পাড়ে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন সাইফুল। এ ঘটনায় পুলিশ রাতেই তাকে আটক করে। পরে সাইফুল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ ঘটনায় পরদিন নিহতের ভাই মোমেন মিয়া বাদী হয়ে সাইফুলকে আসামি করে নেত্রকোণা মডেল থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১৫ অক্টোবর সাইফুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।