নারায়ণগঞ্জে নারী শ্রমিকদের জন্য হোস্টেল

নারায়ণগঞ্জের বন্দরে শ্রমজীবী নারীদের জন্য হোস্টেল নির্মাণ করা হচ্ছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2018, 04:39 PM
Updated : 7 July 2018, 04:40 PM

শনিবার শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক নয় তলা বিশিষ্ট এ হোস্টেল নির্মাণ কাজের উদ্বোধন করেন।

উপজেলার রাজবাড়ি এলাকায় শ্রম মন্ত্রণালয়ের অধীনে এ হোস্টেল নির্মাণ করা হচ্ছে।

উদ্বোধনের সময় স্থানীয় সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলী, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান, শ্রম অধিদপ্তরের অতিরিক্ত ডিজি শিবনাথ রায়, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, বন্দর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল উপস্থিত ছিলেন।

প্রায় ৫৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন এ হোস্টেলে ৭০০ জন শ্রমজীবী নারী থাকতে পারবেন। এতে রয়েছে পাঁচ শয্যা হাসপাতাল সুবিধাসহ শ্রম কল্যাণ কেন্দ্র। ২০২০ সালের মধ্যে এ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।