লালমনিরহাটে ধর্ষণ মামলায় কলেজ শিক্ষকের যাবজ্জীবন

লালমনিহাটে ধর্ষণ মামলায় এক কলেজ শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 July 2018, 11:16 AM
Updated : 2 July 2018, 11:16 AM

সোমবার লালমনিরহাট নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হোসেন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মোতালেব এরশাদ পাটগ্রাম সরকারি জসিমুদ্দিন কাজী আব্দুল গনি কলেজের শিক্ষক। তিনি হাতীবান্ধা উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার আব্দুল সাত্তারের ছেলে।

যাবজ্জীবনের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, এরশাদ ৩৩তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০১৪ সালে পাটগ্রাম সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেন। যোগ দেওয়ার দিনই তিনি ধর্ষণ সংক্রান্ত মামলায় গ্রেপ্তার হলে তাকে কলেজ থেকে বরখাস্ত করা হয়।

মামলার নথি থেকে জানা যায়, নিজ এলাকার কলেজ পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন এরশাদ। পরে ওই ছাত্রী বিয়ের জন্য চাপ দিলে টালবাহানা শুরু করে এরশাদ।

এই অবস্থায় ২০১৪ সালে ধর্ষণের শিকার ওই ছাত্রী বাদী মামলা করেন। ওই মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে।