মাদারীপুরে হত্যার দায়ে ভাইসহ ২ জনের যাবজ্জীবন

মাদারীপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইসহ দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 June 2018, 11:06 AM
Updated : 27 June 2018, 11:06 AM

মাদারীপুরের জেলা ও দায়রা জজ শরীফ উদ্দিন আহমেদ বুধবার ২০ বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করেছে। জরিমানা না দিলে তাদের আরও ছয় মাস কারাগারে থাকতে হবে।

সাজাপ্রাপ্তরা হলেন শিবচর উপজেলার গুয়াতলা বাহেরচর এলাকার আবু তালেব মাদবর (৪০) ও সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের আইয়ুব আলী খালাসীর ছেলে শাহাদাত খালাসী (৩৮)।

আসামিরা পলাতক রয়েছেন।

মাদারীপুরের জজ আদালতের পিপি এমরান লতিফ মামলার নথির বরাতে বলেন, বাহেরচর বাজারে মোস্তফা মাদবর খাবার হোটেল চালাতেন। এ হোটেলে তার ছোট ভাই তালেবও কাজ করতেন। হোটেলের টাকা চুরির অভিযোগে মোস্তফা তালেবকে রাগারাগি করেন। এতে ক্ষুব্ধ হয়ে ১৯৯৭ সালের ৪ এপ্রিল তালেব ও তার সঙ্গী শাহাদাত মিলে মোস্তফাকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে ও গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেন।