শেরপুরে মাদ্রাসাছাত্রীকে অপহরণ মামলায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড

শেরপুরে মাদ্রাসাছাত্রীকে অপহরণ মামলায় এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2018, 02:48 PM
Updated : 25 June 2018, 02:48 PM

সোমবার শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মোসলেহ উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সোলায়মান মিয়া (২২) নালিতাবাড়ী উপজেলার উত্তর রানীগাঁও গ্রামের শমসের আলীর ছেলে।

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান পিপি গোলাম কিবরিয়া বুলু।

মামলার নথির বরাত দিয়ে তিনি জানান, ২০১৭ সালের ১১ এপ্রিল রাতে মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণ করে সোলায়মান। এ ঘটনায় ৮ মে ওই মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে সোলায়মানসহ তিনজনকে আসামি করে মামলা করেন।

“ঘটনার একমাস ১৯ দিন পর পুলিশ মেয়েটিকে উদ্ধার ও সোলায়মানকে আটক করে। পরে তিনজনকে আসামি করে গত ১৯ জুলাই আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।”

কিন্তু আদালত ঘটনার পারিপার্শ্বিকতা বিবেচনায় শুধু সোলায়মানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারকাজ শুরু করে বলে জানান পিপি।