সিটি নির্বাচন: রাজশাহীতে বিএনপি প্রার্থী বুলবুলের মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দুইজন মনোননয়পত্র সংগ্রহ করেছেন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 June 2018, 01:19 PM
Updated : 25 June 2018, 01:19 PM

সোমবার দুপুরে নির্বাচন কার্যালয় থেকে বুলবুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা কামরুল মনির।

এ সময় তার সঙ্গে মহানগর বিএনপি নেতা আব্দুল্লাহ আল মাহমুদ সালামসহ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন।

এছাড়াও মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শরিফুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি দলটির রাজশাহী জেলা শাখার অর্থ সম্পাদক।

মনোনয়নপত্র সংগ্রহের পর কামরুল মনির সাংবাদিকদের বলেন, তিনি বিএনপির প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৮ জুন বুলবুলের উপস্থিতিতে তারা মনোনয়নপত্র দাখিল করবেন।

শরিফুর ইসলাম বলেন, দল তাকে মনোনয়ন দিয়েছে। তিনি মেয়র পদে নির্বাচন করবেন।

এর আগে রোববার আওয়ামী লীগের প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে নগর আওয়ামী লীগের সহসভাপতি নওশের আলী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

আগামী ৩০ জুলাই রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।