সাভারে গোলাগুলি, আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩

ঢাকার সাভারে গোলাগুলি করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 June 2018, 06:06 AM
Updated : 20 June 2018, 11:03 AM

সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির বলেন, “মঙ্গলবার রাতে বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি ও গোলাগুলির কারণে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া তাদের ব্যবহৃত লাইসেন্স করা তিনটি শর্টগান জব্ধ করেছে পুলিশ।”

গ্রেপ্তারকৃতরা হলেন - সাভার থানা যুবলীগের সভাপতি ঢাকা জেলা পরিষদ সদস্য সেলিম মণ্ডল, বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ ও বিরুলিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী।

ঝুটের ব্যবসায় নিয়ন্ত্রণ, রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারের বিরোধ থেকে গোলাগুলির এ ঘটনা ঘটেছে বলে এলাকাবাসীর ধারণা।

ওই এলাকার একজন বাসিন্দা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদের বাড়ির সামনে কয়েকজন আওয়ামী লীগ নেতার কথাকাটাকাটি হয়। পরে সেখানে গোলাগুলি শুরু হয়। গুলির শব্দে পুরা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরে সাভার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি মোহসিনুল বলেন, “তাদের বিরুদ্ধে কাউন্টার মামলা দায়ের করার পর আদালতে পাঠানো হয়েছে।”

এছাড়া গ্রেপ্তার সামাদের ছেলে সোয়েব মোল্যা ও সেলিমের ছোট ভাই মোহসিন মণ্ডল বাদী হয়ে পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।