কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহরে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন।
Published : 19 Jun 2018, 04:01 PM
উপজেলার আমিরাবাদ এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে দাউদকান্দি থানার ওসি আবুল কালাম আজাদ জানান।
হতাহতরা সবাই মোশাররফ হোসেনের গাড়িবহরে ছিলেন বলে পুলিশ জানায়।
বাসের ধাক্কায় দুমড়ে যাওয়া একটি মাইক্রোবাস
নিহত জুয়েল প্রধান রায়হান (২০) দাউদকান্দি উপজেলার দৌনারচর এলাকার সাদেক মিয়ার ছেলে। জুয়েল স্থানীয় ছাত্রদলের নেতা বলে জানালেও কোন পদে আছেন, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পর কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী আমিরাবাদ এলাকার আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দাউদকান্দি পৌর সদর থেকে খন্দকার মোশাররফের ২৫টি মাইক্রোবাসের বহর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমানের ছেলের বৌভাত অনুষ্ঠানে যাচ্ছিল।
“পথে মহাসড়কের আমিরাবাদ ইউটার্নে ঢাকামুখী একটি বাস ওই বহরের তিনটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকা দুটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।”
উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে খন্দকার মোশাররফ হোসেন
দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবদুর নূর জানান, ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসগুলো উদ্ধার করে।
সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের নির্বাচনী এলাকা দাউদকান্দি। এই আসনটি থেকে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।