শেরপুরের পরিবহন শ্রমিক নেতা হারুনের দুর্ঘটনায় মৃত্যু

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শেরপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুন অর-রশীদ মারা গেছেন।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2018, 01:54 PM
Updated : 18 June 2018, 01:54 PM

সোমবার দুপুরে রাজধানীরেএকটি হাসপাতালে তিনি মারা যান।

শেরপুর বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম  শ্রমিক নেতা হারুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১১ জুন শেরপুর থেকে মোটরসাইকেল চালিয়ে জামালপুর যাওয়ার পথে ব্রহ্মপুত্র সেতুর দক্ষিণ প্রান্তের বাইপাস সড়কে ট্রাক চাপায় গুরুতর আহত হয়েছিলেন হারুন (৪২)।

“তারপর থেকেই রাজধানীর আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে হারুন মৃত্যুবরণ করেন।”

তার মৃত্যুতে শেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, ভারপ্রাপ্ত পৌর মেয়র আতিকুর রহমান মিতুল, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ওসমান মিয়া, শেরপুর জেলা ট্রাক-ট্যাংক লড়ি-কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফ রেজা, সাধারণ সম্পাদক মজিবর রহমান, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম আধার গভীর শোক প্রকাশ করেছেন।

হারুন অর-রশীদের স্ত্রী ও এক মেয়ে আছে।