চাঁদপুরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ‘ডাকাতির প্রস্তুতির সময়’ পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 June 2018, 03:39 AM
Updated : 14 June 2018, 03:39 AM

উপজেলার কালচোঁ ইউনিয়নের সৈয়দপুর গ্রামে বৃহস্পতিবার ভোরে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে হাজীগঞ্জ থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান।

নিহত জাকির (৪০) ওই উপজেলার বাকিলা ইউনিয়নের স্বর্ণা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

জাকিরের নামে মাদক ও ডাকাতির অভিযোগে হাজীগঞ্জ থানায় আটটি মামলা রয়েছে বলে পুলিশের দাবি।

ওসি জাবেদুল বলেন, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সৈয়দপুর গ্রামের জুনাব আলীর বাগান বাড়িতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।পুলিশও পাল্টা গুলি করে।

“পরে আহত এক ডাকাত সদস্যকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় বলে এ পুলিশ কর্মকর্তার ভাষ্য।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, চারটি গুলি, চারটি ছুরি, একটি চাপাতি ও একটি সাবল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।