ছাত্রলীগের এক নেতার হাতে আরেকজন গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া সদরে ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে কথা কাটাকাটির জেরে এক নেতাকে গুলি করেছেন আরেক নেতা।  

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2018, 03:28 PM
Updated : 9 June 2018, 05:27 PM

শনিবার সন্ধ্যায় শহরের মেড্ডা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. নবীর হোসেন।

সাইফুল ইসলাম শান্ত নামের ওই ছাত্রলীগ নেতাকে ঢাকায় পাঠানো হয়েছে। শান্ত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং মেড্ডা এলাকার অহিদ মিয়ার ছেলে।

ঢাকা নেওয়ার আগে শান্ত সাংবাদিকদের বলেন, পূর্ব মেড্ডার আরব আলীর ছেলে শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাধীন আল লিমন তার শরীরে পিস্তল ঠেকিয়ে বুকের কাছে দুটি গুলি করেছেন।

ওসি নবীর হোসেন জানান, বিকালে পরিবহন মালিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের বাকবিতণ্ডা হয়।

“এর জের ধরে শান্ত বাড়ি ফেরার পথে মেড্ডা পোদ্দারাবড়ি এলাকায় স্বাধীন আল লিমন তাকে গুলি করেন।”

ওসি বলেন, খবর পেয়ে শান্তর স্বজনরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

ছাত্রলীগ নেতা লিমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে কী নিয়ে তাদরে মধ্যে বাকবিতণ্ডা হয় সেটি তাৎক্ষণিকভাবে পুলিশ স্পষ্ট করে জানাতে পারেনি।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফাইজুর রহমান সাংবাদিকদের বলেন, “শান্তর বুকে ও বগলের নিচে দুটি গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক।”

এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম স্বাধীন আল লিমনের সঙ্গে কথা বলতে পারেনি।