খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ বস্তা চালসহ আটক ২

ঝালকাঠিতে ১০ টাকা কেজি দরের ১৫ বস্তা চালসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 June 2018, 11:44 AM
Updated : 9 June 2018, 11:44 AM

শনিবার সদর উপজেলার নতুল্লাবাদ ইউনিয়নের চাকলার বাজারের একটি মুদি দোকান থেকে এ চাল জব্দ ও তাদের আটক করা হয় বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাহার আলী মিয়া জানান।

আটকরা হলেন মুদি দোকানি কামাল ফকির ও চালের ডিলার নাসির উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাহার আলী মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন খবরে ওই মুদি দোকানে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ১৫ বস্তায় ৪৬০ কেজি চাল মজুদ পাওয়া যায়।

“এ চাল ৩০ কেজি করে ১৫ জন দুঃস্থকে ১০ টাকা কেজি দরে দেওয়ার কথা ছিল। তবে তা বণ্টনের মিথ্যা তথ্য দেখিয়ে মুদি দোকানে গোপনে বিক্রি করেন চাল বিতরণের ডিলার।”

বিক্রি করায় ডিলারকে এবং সরকারি চাল অবৈধ মজুদ ও বিক্রির জন্য মুদি দোকানিকে আটক করা হয়েছে বলে জানান তিনি।