সুন্দরবনে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ বনদস্যু নিহত

সুন্দরবনের পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন বনদস্যু নিহত হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধিবাগেররহাট ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 June 2018, 01:02 PM
Updated : 6 June 2018, 01:18 PM

বুধবার দুপুরে সন্দুরবন পশ্চিম বিভাগের সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট অফিসের ময়দাপেশা খাল এলাকায় এ ঘটনা ঘটে বলে খুলনার পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ জানান।

নিহতরা হলেন কয়রা উপজেলার অর্জুনবন গ্রামের শামসু মোড়লের ছেলে আবু সাঈদ ওরফে কালু (৪৬), একই উপজেলার বেলাবাড়ি গ্রামের দলিল গাজীর ছেলে আকবর আলী (৩৪) ও বাগেরহাটের রামপাল উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের জব্বার মল্লিকের ছেলে শহিদুল মল্লিক (৩০)।

এসময় অপহৃত চার জেলেকে উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি বন্দুক, দুইটা পিস্তল, চার রাউন্ড গুলি ও কিছু দেশীয় ধারালো অস্ত্র।

পুলিশ সুপার বলেন, তিনদিন আগে কয়রা উপজেলা সদর এলাকার বীনাপানি ও তেঁতুলতলা গ্রামের জেলে হাবিবুর ফকির, বাবু, ফরিদুল গাজী ও মজিবুর গাজীকে মুক্তিপণের দাবিতে সুন্দরবন থেকে অপহরণ করে বনদস্যু কালু বাহিনী। সুন্দরবনের ভেতরে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করে তারা।

“পুলিশ তাদের উদ্ধার করতে গেলে কালু বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে।

“ঘণ্টাব্যাপী গোলাগুলির পর তারা পিছু হটলে ঘটনাস্থল থেকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।”

তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, গোলাগুলির সময় কয়রা থানার এসআই আজম, কিশোর, সাইদ, এএসআই মোস্তফা, কনস্টেবল কাইয়ূম ও আরিফসহ আট পুলিশ সদস্য আহত হয়েছেন।

তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।