সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ‘যৌতুক না দেওয়ায়’ গৃহবধূর মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির স্বজনদের বিরুদ্ধে।
Published : 06 Jun 2018, 03:40 PM
রায়গঞ্জ থানার পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ওই গৃহবধূ নিজে বাদী হয়ে স্বামীসহ চারজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
আসামিরা হলেন – গুহবধূর স্বামী রায়গঞ্জ উপজেলার সড়াই হাজিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম, তার মা, বাবা ও বোন।
গৃহবধূর অভিযোগ, গত বৃহস্পতিবার তার স্বামী, শ্বশুর-শ্বাশুড়ি ও ননদ তার মাথা ন্যাড়া করে ঘরে আটকে রাখেন। সোমবার কৌশলে মুক্ত হয়ে মা ও ভাইকে মোবাইলে ফোনে জানালে তারা পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করেন।
পরিদর্শক শহিদুল বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিরা পালিয়ে রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর গৃহবধূ তার বাবার বাড়িতে আছেন।