খালেকের আসনে উপ-নির্বাচনে মনোনয়নপত্র তুললেন তার স্ত্রী

বাগেরহাট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তালুকদার আব্দুল খালেকের স্ত্রী হাবিবুন নাহার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2018, 03:08 PM
Updated : 22 May 2018, 03:08 PM

মঙ্গলবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্রটি সংগ্রহ করেন বাগেরহাট জেলা তাঁতী লীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী।

এর আগে স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়ক শাকিল আহসান মনোনয়নপত্র সংগ্রহ করেন। এই নিয়ে এই আসন থেকে এ পর্যন্ত দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক পদত্যাগ করে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় আসনটি শূন্য হয়। তার ছেড়ে যাওয়া আসনে স্ত্রী হাবিবুন নাহারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

বাগেরহাট জেলা নির্বাচন কার্যালয়ের সহকারী জেলা নির্বাচন কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মন্ডল বলেন, উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাবিবুন নাহারসহ দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রামপাল ও মোংলা উপজেলায় ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এই আসনটি গঠিত।

ঘোষিত তফসিল অনুসারে আগামী ২৪ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৭ মে বাছাই এবং ৩ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আর আগামী ২৬ জুন ভোটগ্রহণের কথা রয়েছে।