সাদুল্লাপুরে চাল সংগ্রহ শুরু

চলতি মৌসুমে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বোরো চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2018, 10:32 AM
Updated : 20 May 2018, 10:48 AM

রোববার মিলারদের কাছ থেকে চাল কেনার মাধ্যমে উপজেলায় সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়া খাঁন বিপ্লব, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোফাখখারুল ইসলাম, গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম সাহিদ হাসান, উপজেলা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা কৃষক লীগের সভাপতি জহুরুল হক প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখখারুল জানান, চলতি বছর প্রতি কেজি সিদ্ধ চাল ৩৮ টাকা এবং আতপ চাল ৩৭ টাকা দরে ক্রয় করা হচ্ছে। উদ্বোধনী দিনে গুদামে ৬০ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হয়েছে।

এ বছর জেলায় ২১ হাজার ৬১৬ মেট্রিক টন সিদ্ধ এবং ৭৩৩ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে। সাত উপজেলায় ১১টি ক্রয় কেন্দ্রের মাধ্যমে এ লক্ষ্যমাত্রা অর্জন করা হবে বলে খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন।