জেএমবির দুই নারী সদস্য গ্রেপ্তার

ঢাকার আরামবাগ এলাকা থেকে জেএমবির দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2018, 02:14 PM
Updated : 17 May 2018, 02:14 PM

বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আশিক বিল্লাহ জানান, বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন, ময়মনসিংহ সদর থানা এলাকার রুবাইয়া বিনতে নুর উদ্দিন ওরফে হুরের রাণী ওরফে লাবিবা (২০), একই জেলার ফুলবাড়িয়া থানার নাঈমা আক্তার ওরফে হিমালয়ের কন্যা (২৫)।

এদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় জঙ্গি তৎপরতার অভিযোগে মামলা রয়েছে।

এরা জেএমবির দাওয়াতি কার্যক্রমের সঙ্গে জড়িত এবং এদের কাছ থেকে সংগঠনের লিফলেট ও উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে।

মেজর আশিক বিল্লাহ বলেন, রুবাইয়া ময়মনসিংহের একটি স্কুল থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষে মাদ্রাসায় পড়া শুরু করে। ইন্টারনেটের মাধ্যমে উগ্রবাদিতায় আকৃষ্ট হয়ে সামাদ আব্দুল্লাহ জাকির নামে এক জেএমবির মাধ্যমে সংগঠনের নারী শাখায় অন্তর্ভুক্ত হয়ে দাওয়াতি কার্যক্রম শুরু করেন।

“আর নাঈমা ময়মনসিংহের একটি কলেজের পদার্থ বিজ্ঞানে মাস্টার্সে পড়ার সময় বান্ধবীর সাহচর্যে এবং জসীম উদ্দিন রাহমানীর বই ও বক্তব্য শুনে জঙ্গী কার্যক্রমে জড়িত হয়।”

রুবাইয়া ফেইসবুকে হুরের রানী এবং নাঈমা আক্তার হিমালয়ের কন্যা নামের আইডির মাধ্যমে জঙ্গিবাদের কার্যক্রম চালিয়ে আসছিল বলে র‌্যাব জানিয়েছে।