শরীয়তপুরে ‘যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা’

শরীয়তপুর সদর উপজেলায় যৌতুক না দেওয়ায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2018, 11:16 AM
Updated : 16 May 2018, 11:17 AM

পালং মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দক্ষিণ ভাষানচর গ্রামের এই গৃহবধূকে হত্যা করা হয়েছে। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত খাদিজা বেগম (২০) সদর উপজেলার চরচটাং গ্রামের গোলাম মাওলা কাজীর মেয়ে।

তার ছোট ভাই শাহিন কাজী বলেন, দেড় বছর আগে একই গ্রামের এবাদুল মৃধার সঙ্গে তার বোনের বিয়ে হয়। বিয়ের সময় সোনার গয়না ও নগদ টাকা দেওয়া হয়।

“কিছুদিন পর এবাদুল আবার টাকার জন্য চাপ দেয়। তখন আরও প্রায় দুই লাখ টাকা দেওয়া হয়। সপ্তাহ খানেক আগে আবার টাকার জন্য মারধর করে। তারপর তাকে মারধর করে হত্যা করে।”

তার গলায় ও মুখে আঘাতের দাগ রয়েছে জানিয়ে ওসি মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।