গাজীপুরে গুলি করে ১১ লাখ টাকা ছিনতাই

গাজীপুরে গুলি করে এক বিকাশ এজেন্টের ১১ লাখ টাকা ছিনতাই হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2018, 01:11 PM
Updated : 13 May 2018, 01:11 PM

রোববার চান্দনা-চৌরাস্তা এলাকায় উনিশ টাওয়ারে এ ঘটনায় বিকাশ এজেন্ট ‘জমাদ্দার এন্টারপ্রাইজের’ হিসাবরক্ষক আসাদুর রহমান আসাদ ও সহকারী হিসাবরক্ষক ইকবাল হোসেন গুলিবিদ্ধ হয়েছেন বলে জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান।

আহত আসাদ ও ইকবালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলিসহ একটি রিভলভার উদ্ধার করেছে।

ওসি আমিনুল বলেন, সকাল সাড়ে ১০টার দিকে জমাদ্দার এন্টারপ্রাইজ থেকে আসাদ, ইকবাল ও সুমন ১১ লাখ টাকা ইউসিবি ব্যাংক গাজীপুর চৌরাস্তা শাখায় জমা দিতে যায়। তারা উনিশে টাওয়ারের ইউসিবি ব্যাংকের নিচে পৌঁছলে ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে।

“এসময় ছিনতাইকারী রিভলভার দেখিয়ে টাকার ব্যাগ দিতে বললে তারা ব্যাগ দিতে অস্বীকার করলে এক পর্যায়ে আসাদ ও ইকবালকে গুলি করে এবং ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে চলে যায়।”

তবে দোকান মালিক মহিউদ্দন জমাদ্দারের দাবি ছিনতাইকারীরা তাদের কাছে থেকে ১৫ লাখ টাকা নিয়ে গেছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, ইকবালের বাম উরুতে দুইটি এবং আসাদের বাম পায়ের উরুতে একটি গুলি লেগেছে।