ঝড়ে নীলফামারীতে ১৭ হাজার হেক্টর ফসলের ক্ষতি

বৈশাখী ঝড়-বৃষ্টিতে নীলফামারীর তিন উপজেলায় অন্তত ১৭ হাজার হেক্টর ফসলের ক্ষতি হয়েছে বলে জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম আযাদ জানিয়েছেন।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 May 2018, 02:27 PM
Updated : 11 May 2018, 02:27 PM

তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বলেন, বৃহস্পতিবার রাতে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে এই ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে জলঢাকা, ডোমার ও ডিমলার ২২টি ইউনিয়ন।

মোট ১৭ হাজার ৭০৫ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, তার ১২ মধ্যে হাজার হেক্টরের বেশি জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। বাকিটার ক্ষতি হয়েছে আংশিক।

সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ৯ হাজার ২৯৮ হেক্টর, রোপা-আউশ ৫১ হেক্টর, পাট ১৮৩৬ হেক্টর, বাদাম ১২০ হেক্টর, ভুট্টা ৪৮৮ হেক্টর, সবজি ২১৭ হেক্টর, মরিচ ২৩ হেক্টর ও মুগড়াল ৩ হেক্টর।

ডোমার উপজেলার ৯টি, ডিমলার ১০টি ও জলঢাকার তিনটি ইউনিয়নের ক্ষেতের ফসল সম্পূর্ণ নষ্ট হয়েছে জানিয়ে তিনি বলেন, তিন উপজেলায় ২২ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে। তৈরি হলে মন্ত্রণালয়ে পাঠানো হবে কৃষকদের সহায়তা দেওয়ার জন্য।