ভোলায় কিস্তি তুলতে গিয়ে এনজিওকর্মী খুন

ভোলা সদর উপজেলায় ঋণের কিস্তি তুলতে যাওয়া এক এনজিওকর্মীকে চুরি মেরে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 May 2018, 01:36 PM
Updated : 10 May 2018, 01:36 PM

নিহত হোসেন (৩২) হিড বাংলাদেশে নামে একটি বেসরকারি ক্ষুদ্রঋণ সংস্থার কর্মী ছিলেন।

সদর থানার ওসি ছগির মিয়া বলেন, বিল্লাল বৃহস্পতিবার দুপুরে বাঁশবাগান গ্রামে দুলু বেগমের বাড়িতে ক্ষুদ্রঋণের কিস্তি তুলতে যান।

“কিস্তির টাকা নিয়ে দুলু ও তার ছেলে বিল্লালের সঙ্গে হোসেনের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে হোসেনের পেটে ছুরি মারেন বিল্লাল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

নিহত হোসেনের বাড়ি কানাইনগর গ্রামে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এদিকে জেলার লালমোহন উপজেলায় পুকুরে ডুবে মাহী (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে বলে পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে।

মাহী উপজেলার রায়চাঁদ এলাকার মো. মাইনউদ্দিনের ছেলে।

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির বলেন, বৃহস্পতিবার সকালে খেলাধুলার কোনো একসময় মাহী নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে ভাসমান লাশ মেলে।