খাগড়াছড়িতে বাঙ্গালী ছাত্র পরিষদের হরতাল স্থগিত

মাইক্রোবাস চালক মো. সজীব হাওলাদারের হত্যাকারীদের গ্রেপ্তার ও মহালছড়ি থেকে নিখোঁজ তিন কাঠ ব্যবসায়ীর সন্ধান দাবিতে খাগড়াছড়িতে ডাকা ৭২ ঘণ্টার হরতাল স্থগিত করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য অধিকার ফোরাম।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2018, 12:29 PM
Updated : 6 May 2018, 12:29 PM

রোববার বিকালে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি মো.মাইন উদ্দীন বলেন, সজীব হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও নিখোঁজদের উদ্ধার বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসকসহ প্রশাসনের আশ্বাস ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা নিয়ে হরতাল স্থগিত করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) নেতা শক্তিমান চাকমার শেষকৃত্যে যাওয়ার পথে মাইক্রোবাস চালক সজীবকে গুলি করে হত্যার বিচার ও নিখোঁজ তিন দিনের সন্ধান দাবিতে শনিবার বিক্ষোভ সমাবেশ থেকে খাগড়াছড়িতে রোববার থেকে ৭২ ঘণ্টার হরতাল ডাকে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ও পার্বত্য অধিকার ফোরাম।