রাজশাহীতে বজ্রপাতের পর গ্যাস রাইজার থেকে ঘরে আগুন

রাজশাহীতে বজ্রপাতের পর গ্যাস রাইজার বিস্ফোরিত হয়ে একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2018, 03:51 AM
Updated : 6 May 2018, 03:51 AM

রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, শনিবার রাত ১১টার দিকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে কেউ হতাহত হননি।

বাড়ির মালিক ইসরাইল মিয়া বলেন, রাতে বজ্রপাতের পরপরই বাড়িতে আগুন লেগে গেলে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা ফরহাদ বলেন, “বাড়ির গ্যাস লাইনের রাইজারের ওপর বজ্রপাত হলে তা বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।