নারায়ণগঞ্জে জাল নোটসহ আটক ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪২ লাখ টাকার জাল নোটসহ র‌্যাব দুইজনকে আটক করেছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2018, 11:56 AM
Updated : 24 April 2018, 11:56 AM

র‌্যাব ২-এর ক্যাম্প কমান্ডার এএসপি শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে দক্ষিণ সস্তাপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন – বাগেরহাটের মামুন ইসলাম (২১) ও কমলা বেগম (৩২)।

শহীদুল সাংবাদিকদের বলেন, জাল নোট তৈরির গোপন খবর পেয়ে সস্তাপুর এলাকার ফেরদৌস মিয়ার খান মঞ্জিলের ছয়তলা ভবনের ওপরের তলার একটি ফ্ল্যাটে এই অভিযান চালান তারা।

“জাল নোট তৈরির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। তাদের কাছে ১০০০ টাকার নোটের ২৯টি বান্ডেল ও ৫০০ টাকার নোটের ২৬টি বান্ডেল পাওয়া গেছে। এছাড়া জাল নোট তৈরির পাঁচটি প্রিন্টার, একটি ল্যাপটপ, ১২টি ডাইস প্লেট, কাগজ ও কালিসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।”

জাল নোট তৈরি করে তারা রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন জানিয়ে র‌্যাব কর্মকর্তা শহীদুল বলেন, সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত আরও অনেকে পলাতক রয়েছে। তাদের তথ্য সংগ্রহ করে আটকের চেষ্টা চলছে।