খাগড়াছড়িতে ১৫ জেএমবির যাবজ্জীবন

সারা দেশে একযোগে বোমা হামলায় খাগড়াছড়িতে জেএমবির ১৫ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

খাগড়াছড়ি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2018, 01:29 PM
Updated : 23 April 2018, 01:47 PM

সোমবার বিকালে খাগড়াছড়ির বিশেষ ট্রাইবুন্যালের বিচারক রত্নেশ্বর ভট্টাচার্য এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন মো. আরিফুল ইসলাম, মো. শহিদুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. করিম আলী, মো. ইসমাইল হোসেন জমাদ্দার, মো. মঞ্জু মিয়া, রুহুল আমিন সুফী, এরশাদ ওরফে সাকিব খান, মো. বেলাল মিয়া, মো. হাফেজ মো. হাসান আল মাহমুদ, মো. আসাদুজ্জামান, মো. এমদাদুল হক, মো. ফারুক হোসেন, মো. এনায়েত উল্লাহ ও আবুজর।

এদের মধ্যে বেলাল পলাতক রয়েছেন।

যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া আরেকটি ধারায় আরিফুল, শহিদুল, রুহুল, করিম, ইসমাইল, মঞ্জু মিয়া ও রুহুল আমিন সুফীকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবুল কালাম আজাদ নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে পিপি বিধান কানুনগো জানান।

তাছাড়া এ মামলার আসামি শায়খ আব্দুর রহমান ও সিদ্দিকুর রহমার ওরফে বাংলা ভাইয়ের অন্য মামলায় ফাঁসির রায় কার্যকর হওয়ায় মামলা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৫ সালের ১৭ অগাস্ট সারাদেশের মতো খাগড়াছড়ির আদালত প্রাঙ্গণ, এডিএম কোর্ট প্রাঙ্গণ ও শাপলা চত্বরের মুক্ত মঞ্চে একযোগে বোমা হামলা করে জেএমবি। এসময় তিনজন আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলায় করে। তদন্ত শেষে ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।