রাজশাহীতে ‘আনসার আল ইসলামের’ তিন সদস্য গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়ায় উগ্র মতবাদের বইসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2018, 06:08 AM
Updated : 23 April 2018, 07:09 AM

র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার বানেশ্বর বাজার ও জামিরা গ্রাম থেকে রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- পুঠিয়ার জামিরা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে রাজু আহম্মেদ (২৪), আকতার আলী ছেলে ফরহাদ হোসাইন (৩০) ও আক্কাছ আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৬)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারকৃতরা সবাই আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। বেশ কিছুদিন ধরে পুঠিয়ার বিভিন্ন এলাকায় সংগঠনিক কর্মকাণ্ড চালাচ্ছিলেন তারা।

“গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বানেশ্বর বাজার থেকে প্রথমে রাজুকে গ্রেপ্তার করা হয়; পরে তার দেওয়া তথ্যে জামিরা গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ফরহাদ ও জাহাঙ্গীরকে।”

তাদের কাছ থেকে পাঁচটি জিহাদি বই ও তিনটি লিফলেট উদ্ধারের কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।