ফরিদপুরে কালবৈশাখী, বাড়িঘর ক্ষতিগ্রস্ত

ফরিদপুরের বিভিন্ন জায়গায় কালবৈশাখীতে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2018, 08:43 AM
Updated : 20 April 2018, 08:43 AM

চরভদ্রাসন উপজেলার কামারডাঙ্গী ও মাথাভাঙ্গা গ্রামে গিয়ে দেখা গেছে, অনেক গাছপালা উপড়ে পড়েছে। উড়ে গেছে অনেক ঘরের চাল। কেউ কেউ ব্যস্ত রয়েছেন ঘরের ওপর থেকে গাছপালা সরানোর কাজে। আবার অনেকেই খোলা আকাশের নিচে সারছেন রান্নার কাজ। রাস্তার ওপর গাছপালা পড়ে থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল।

চরভদ্রাসন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কালাম মৃধা বলেন, বৃহস্পতিবার রাতের এ ঝড়ে দুটি গ্রামের সবাই কমবেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

কামারডাঙ্গী গ্রামের নীলকমলের পরিবার, অমৃত মণ্ডল, রঞ্জিৎ মণ্ডল,বিনয় কুমার মণ্ডল, মনির খান, মঞ্জু মোল্লা, ইব্রাহিম মোল্লা, হরিপদ মণ্ডল, ফজি খাতুন, স্বপন শিকদার, সুকমল বিশ্বাস, কার্তিক বিশ্বাস, গোবিন্দ মণ্ডল, নিখিল বেপারী, নান্নু মৃধা, মাথাভাঙ্গা গ্রামের অমল মণ্ডল, সিদ্দিক খান, মিজান মোল্লা, শামসু মৃধা, ইউনূস মোল্লার বাড়িঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া  মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি শৌচাগার ভেঙে গেছে।

উপজেলা প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন নাহার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জানিয়ে বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে তাদের সহায়তা দেওয়া হবে।